![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ (২.২১.১.১৩) এসেছে। এর পর থেকেই গুগল ক্যামেরা অ্যাপের সোশ্যাল শেয়ার অপশনে আগের মতো আর হোয়াটসঅ্যাপ বাটনকে দেখা যাচ্ছে না।
ছবি তোলা ও ছবি ব্যবস্থাপনার জনপ্রিয় অ্যাপ ‘গুগল ক্যামেরা’ মূলত গুগলের তৈরি পিক্সেল সিরিজের স্মার্টফোনে কাজ করে। আর এই অ্যাপ দিয়ে ছবি তোলার পর সেখানে নিচের দিক দেয়া সোশ্যাল বাটনে ক্লিক করেই শর্টকাটে চটজলদি ছবি শেয়ার বা পাঠানো যায়। কিন্তু সেই সোশ্যাল বাটন তালিকা থেকে হুট করেই হোয়াটসঅ্যাপ উধাও হয়ে গেলো।
কিন্তু এ কাজটি কে করলো–হোয়াটসঅ্যাপ নাকি গুগল কর্তৃপক্ষ? হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপ হালনাগাদের পরপরই এমনটি হয়েছে, ওদিকে এই সময়ে গুগল ক্যামেরার হালনাগাদ আসেনি। সুতরাং জোর গলাতেই বলা যায়, এটা হোয়াটসঅ্যাপের দিক থেকেই হয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ ইচ্ছে করেই নিজেদের শেয়ার বাটন গুগল ক্যামেরা অ্যাপ থেকে সরিয়েছে নাকি কারিগরি ত্রুটিজনিত কারণে হয়েছে– কদিন গেলেই খোলাসা হবে।
সূত্র : ইন্টারনেট/টিআর/জানুয়ারি ২৪/২০২১/২০০২
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি