Techno Header Top and Before feature image

কার্বন নিঃসরণ কমালে ১০ কোটি ডলার দেবেন মাস্ক

elon-musk-techshohor
ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতে অভিনব প্রযুক্তি তৈরি করতে আহবান জানিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

তিনি এক টুইট পোস্টে জানান, সেরা প্রযুক্তির উদ্ভাবনকারীকে তিনি ১০০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন। দ্বিতীয় টুইটে জানান, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আগামী সপ্তাহে।

প্যারিস ভিত্তিক অলাভজনক সংস্থা ‘দ্য ইন্টারন্যাশনাল এনারর্জি এজেন্সি’ জানিয়েছে, কার্বনকে নিয়ন্ত্রণে রাখতে প্রযুক্তির সহায়তা প্রয়োজন। এছাড়া, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়।

নতুম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জলবায়ুর পরিবর্তনকে অতিরিক্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ক্ষমতায় এসেই তিনি কার্বন নিঃসরণে বিশেষজ্ঞ জেনিফার উইলক্সকে ডিপার্টমেন্ট অব এনার্জিতে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে কার্বন নিঃসরণ কমাতে হ্যালিওজেন নামের একটি স্টার্টআপে বিনিয়োগ করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

ইন্টারনেট অবলম্বনে এজড/জানুয়ারি ২৪/২০২০/১১৩৮

*

*

আরও পড়ুন