![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রি-বুকিং পর্ব শেষে আজ থেকে দেশের বাজারে ভিভো ওয়াই১২এস এর বিক্রি শুরু হয়েছে।
এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবারের চার্জে দিয়েই ফোনটিতে ১৬ ঘণ্টা পর্যন্ত মুভি স্ট্রিমিং এবং ৮ ঘণ্টার বেশি সময় ধরে গেইম খেলা যাবে।
সাইড ফিঙ্গার-প্রিন্ট প্রযুক্তির ফোনটি অন-স্ক্রিন ০.২৩ সেকেন্ডে এবং অফ -স্ক্রিন ০.৩২ সেকেন্ডে আনলক করা যাবে। এছাড়াও, ‘ভিভো ওয়াই১২এস’ ফোনে রয়েছে ৬ দশমিক ৫১ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে। স্মার্টফোনটির র্যাম ও রম যথাক্রমে ৩ জিবি ও ৩২ জিবি। ফোনটির সামনে রয়েছে একটি ও পেছনে রয়েছে দুটি ক্যামেরা।
ভিভোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ভিভো ওয়াই১২এস’ এর প্রি-বুকিং পর্বেই ব্যাপক সাড়া পেয়েছি। আজ বিক্রি শুরুর প্রথম দিনে; বাজারেও ভালো সাড়া পাবো বলে আশা করছি।
দেশে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ফ্যান্টম ব্ল্যাক ও গ্লেসিয়ার ব্লু রঙে। ফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
এজেড/ জানুয়ারি ২০/২০২১/১৮৩৫
আরও পড়ুন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি