হুয়াওয়ে প্রতিষ্ঠাতার মেয়ে এখন পপ গায়িকা

অ্যানাবেল ইয়াও। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা টেকজায়ান্ট হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে অ্যানাবেল ইয়াও একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। গানের তালে মিউজিক ভিডিওটিতে নাচও দেখিয়েছেন তিনি।

গানের ভিডিও তৈরি উপলক্ষ্যে ১৭ মিনিটের এক ডকুমেন্টরি বানানো হয়েছে। সেখানে নিজের জীবনের নানান তথ্য সামনে এনেছেন তিনি। কথা বলেছেন পরিবার ও শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে। সেখানে বলা হয়েছে, তিনি একজন প্রিন্সেস যিনি নিয়ম ভাঙেন। জন্মদিন উপলক্ষ্যে গানটিকে নিজের জন্য নিজেকে দেওয়া উপহার হিসেবে দেখছেন ইয়াও।

তবে মঙ্গলবার মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকে ইয়াওয়ের কপালে সমালোচনাই বেশি জুটেছে। এ উইবো ব্যবহারকারী লেখেন, গানটি কেমন অস্বস্তিদায়ক। আরেক ব্যবহারকারী লেখেন, গাইতে জানে না, নাচতেও জানে না। তবে যদি আপনার টাকা থাকে…

Techshohor Youtube

ইংরেজি ও চাইনিজ ভাষার মিশেলে তৈরি ‘ব্যাক ফায়ার’ গানটি এখন পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ৩৪ হাজার ২৫২ বার। 

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জানুয়ারি ২০/২০২০/১৭৪০

২ টি মতামত

*

*

আরও পড়ুন