![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক ভিডিও বার্তায় বিদায়ী ভাষণ দিয়েছেন।
৬.৫৩ মিনিটের এই ভিডিও বার্তাটি তার অফিশিয়াল টুইটার পেইজে আপলোড করা হয়। মার্কিন জনগণের উদ্দেশে তিনি বলেন, ফার্স্ট লেডি হিসেবে দ্বায়িত্ব পালনের সুযোগ তার জীবনের সবচেয়ে সম্মানজনক অধ্যায় ছিলো। সারা দেশের জনগণই তাকে অনুপ্রেরণা দিয়েছে। নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ দেন।
তিনি আরও বলেন, মনোযোগ দিয়ে কাজ করুন। সব সময় মনে রাখতে হবে, সহিংসতা কোনো কিছুর সমাধান নয় বলে মন্তব্য করেন তিনি। তবে ৬ জানুয়ারিতে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে পুলিশ সদস্যসহ ৫ জনের মৃত্যুর বিষয়ে কিছু বলেননি।
বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে ওয়াশিংটন ডিসিতে শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। আবারও সহিংসতার আশংকায় সেখানে কয়েক হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়ন করা হয়েছে। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ ছেড়ে তিনি সরাসরি ফ্লোরিডায় চলে যাবেন। ফলে নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন না মেলানিয়া। হোয়াইট হাউজ পরবর্তী জীবনের পরিবল্পনা সম্পর্কেও কিছু জানাননি তিনি।
আলজাজিরা অবলম্বনে এজেড/ জানুয়ারি ১৯/২০২০/১৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি