Techno Header Top and Before feature image

ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ শুরু অ্যাপলের

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোল্ডেবল আইফোন আনতে প্রাথমিক ধাপের কাজ শুরু করেছে অ্যাপল। তাদের ল্যাবে প্রোটোটাইপ (ডামি) ফোল্ডেবল স্ক্রিনের পরীক্ষা- নিরীক্ষা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন

আইফোন ১২ প্রো ম্যাক্সের মতো ফোল্ডেবল ফোনটির স্ক্রিনও হবে ৬.৭ ইঞ্চি। স্ক্রিনের নিচে লুকানো থাকবে হিঞ্জ।

সব কিছু ঠিক থাকলে পরের বছরই ফোল্ডেবল আইফোনের দেখা মিলতে পারে। তবে কারিগরি কোনো সমস্যা ঠিক করতে না পারলে ফোল্ডেবল আইফোন নির্মাণের প্রকল্প বাতিলও করতে পারে অ্যাপল।

চলতি অ্যাপলের মনোযোগের কেন্দ্রে থাকবে নতুন আইফোন সিরিজ। এবার আইফোনে ফেইস আইডির পাশাপাশি থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মাস্ক পরে ফেইস আইডি দিয়ে ফোনের লক খোলা যায় না। ফেইস আইডি দিয়ে ফোনের লক খুলতেও সময় লাগে। তাই ২০১৭ সালে আইফোন ১০ এ বাতিল করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি ফিরিয়ে আনতে যাচ্ছে অ্যাপল। এতোদিন পর্যন্ত শুধু ম্যাক ল্যাপটপ ও সাশ্রয়ী দামের আইফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে।

আইফোন ছাড়াও এ বছর নতুন আইপ্যাড প্রো আনবে অ্যাপল। এতে থাকবে মিনিএলইডি ডিসপ্লে ও দ্রুতগতির প্রোসেসর। এর সঙ্গে দেখা মিলবে নতুন আইপ্যাড এয়ারের।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জানুয়ারি ১৮/২০২০/১৭৪৫

*

*

আরও পড়ুন