![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে কাপড় বিক্রেতা নারীদের ইনবক্সে আপত্তিকর বার্তা পাঠিয়ে হেনস্থার ঘটনা বাড়ছে। নারীরা এ ধরনের পরিস্থিতির শিকার সবচেয়ে বেশি হয় তখন–যখন বড় কোনো প্লাটফর্মে তাদের ব্র্যান্ড বা শপের পণ্য বিক্রির বিজ্ঞাপন বা প্রচারণা চালানো হয়।
ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইবে, ডিপপ প্লাটফর্মে এ ধরনের সাইবার হেনস্থা সবচেয়ে বেশি হচ্ছে। যখন কোনো আপত্তিকর বার্তা পাঠানো ব্যক্তির আইডি ভুক্তভোগী ব্লক করে দেন তখন নতুন আরেকটি আইডি থেকে সেই ব্যক্তি বিরক্তিকর বার্তা পাঠানো শুরু করেন–এমনও অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।
করোনার কারণে লক ডাউন শুরুর পর থেকে এ ধরনের সাইবার হেনস্থার ঘটনা ভয়ংকর মাত্রায় বেড়ে যায় বলে দাবি করেছেন সারা ফায়ে; তিনি কয়েক বছর ধরে লন্ডন ভিত্তিক শপিং নেটওয়ার্ক প্লাটফর্ম ডিপপের মাধ্যমে কাপড়চোপড় বিক্রি করছেন।
আপত্তিকর বার্তায় অতিষ্ট হয়ে সারা তার পণ্যের প্রচারণামূলক পোস্ট বর্তমানে বন্ধ রেখেছেন।
খোদ উন্নত ও সভ্য বলে পরিচিত দেশগুলোতে এ ধরনের ঘটনা রীতিমতো আঁতকে উঠার মতোই! ভুক্তভোগী নারীরা জানান, বার্তা পাঠানো লোকগুলো শুধু ইনবক্সে নোংরা কথা লিখেই ক্ষান্ত হয়নি, তারা অর্থের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে।
নারীদের কাপড়ের ব্র্যান্ডের উদ্যোক্তা নওমি এডমন্ডসন জানান, আপত্তিকর বার্তা ও মন্তব্যের মুখে অনলাইনে এ ধরনের ব্যবসা চালানোটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। শুধু ব্যবসায়ী নারীরাই না, ব্যক্তিগত পরিসরে অনলাইনে যুক্ত হওয়া নারীরাও বিভিন্নভাবে সাইবার হেনস্থার শিকার হচ্ছেন। এ অবস্থা বাড়ছেই।
সূত্র : ইন্টারনেট/টিআর/জানুয়ারি ১৮/২০২১/১৪০৪