![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি হোয়াটসঅ্যাপ ছেড়ে লোকজন সিগনাল ব্যবহার শুরু করেছে। বিশ্বের সবচেয়ে বড় ধনী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে সরব হয়ে সিগনাল ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এ ধরনের ঘটনা একেবারেই বিরল।
এদিকে খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে সিগনালে বিড়ম্বনাও বেড়েছে। ইদানিং বার্তা পাঠাতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।
এ ব্যাপারে সিগনাল জানিয়েছে, সম্প্রতি ব্যাপক হারে ডাউনলোড হওয়ায় কারিগরি সমস্যা দেখা দিয়েছে। নতুনভাবে সিগনালে যুক্ত হওয়া ১০ লক্ষাধিক ব্যবহারকারী বার্তা পাঠাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তাদের সমস্যা সমাধান করে দেয়া হয়েছে।
সপ্তাহখানেক আগে প্রাইভেসি নীতিমালায় ‘বিতর্কিত’ পরিবর্তন আনে বার্তা চালাচালির অ্যাপ হোয়াটসঅ্যাপ। মালিকানা প্রতিষ্ঠান ফেইসবুকের সঙ্গে গ্রাহকদের তথ্য বিনিময় ও অন্যান্য শর্তে বাধ্যতামূলক সম্মতি চায় হোয়াটসঅ্যাপ। সম্মতি না দিয়ে হোয়াটসঅ্যাপ চালানো যাবে না বলেও শর্ত দেয়া হয়। এরপরই শুরু হয় বিতর্ক। আর এর বিকল্প হিসেবে রাতারাতি জনপ্রিয় ও পরিচিত হয়ে ওঠে সিগনাল।
সূত্র : ইন্টারনেট/টিআর/জানুয়ারি ১৬/২০২১/১৩১৮
আরও পড়ুন
যে সব নিরাপত্তা দেবে সিগনাল অ্যাপ
ব্যবহারকারীর তথ্য নেবে হোয়াটসঅ্যাপ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি