![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: হোয়াইট হাউজ ছেড়ে যাবার আগে ক্ষমতার ‘ব্যবহার’ করেই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। একদিকে যেমন ঘোষণা করছেন বিতর্কিত ক্ষমা, অন্যদিকে দেদারছে খড়্গ চালাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের উপর।
প্রশ্নাতীতভাবে আঘাত বেশি পড়ছে চীনা কোম্পানীর উপর। গতকালও নতুন করে ৯ টি চীনা কোম্পানীকে ‘ব্ল্যাক লিস্টেট’ করা হয়েছে পেন্টাগনের তালিকায়। এর মধ্যে আছে সুপরিচিত ব্র্যান্ড ‘শাওমি’ও। চীনা সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ততা আছে এমন দোহাইয়ে কালো তালিকায় জায়গা পেল প্রতিষ্ঠান ৯টি।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকী ঘোষণা দিয়ে কয়েকমাস আগে থেকেই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলােকে হেনস্তা করা শুরু করে ট্রাম্প। হুয়াওয়ে দিয়ে শুরু হলেও সময়ের ব্যবধানে আঘাত হানা হয় টিকটক, উইচ্যাটসহ আরো বহু প্রতিষ্ঠানের উপর।
এদিকে ব্ল্যাকলিস্টে নাম ওঠার খবরে শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে শাওমির। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ১৪% দাম কমার পাশাপাশি ১১% কমেছে হংকং শেয়ার বাজারেও। বলা যায় বড় ধরনের আর্থিক ঝুঁকির মধ্যেই পড়লো শাওমি।
বিবিসি অনলাইন সূত্রে/
আরও পড়ুন
হুয়াওয়ের বাজার দখলের চেষ্টা করছে শাওমি-অপো
এবার ৩ চীনা প্রতিষ্ঠানের লাগাম টানলো যুক্তরাষ্ট্র
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ ২০২০ : বলি চীনের প্রযুক্তি খাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি