![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যেসব টিকটক ব্যবহারকারী বা টিকটকারদের বয়স ষোলরও কম, তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে পাবলিক (উন্মুক্ত) থেকে প্রাইভেট (ব্যক্তিগত) করে দেয়া হয়েছে।
চীনভিত্তিক বহুল জনপ্রিয় এই অ্যাপটিতে শিশু-কিশোরদের নিরাপত্তা বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এসব অ্যাকাউন্টে ১৩ থেকে ১৫ বছর বয়সী যারা যুক্ত আছে, কেবল তারাই সেসবের ভিডিও দেখতে বা প্রতিক্রিয়া জানাতে পারবে: অন্যরা এ সুযোগ পাবে না।
টিকটকের প্রাইভেসি বিভাগের প্রধান ইলানি ফক্স জানিয়েছেন, ব্যক্তিগত গোপনীয়তা আরো সুসংহত করার ফলে অনেকেই (টিকটকে) আগ্রহী হবে এবং এই অনলাইন যাত্রায় সচল হবে।
সূত্র : ইন্টারনেট/টিআর/জানুয়ারি ১৩/২০২১/২০৫০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি