Techno Header Top and Before feature image

চীনে স্মার্টফোন সরবরাহ ২০.৪ শতাংশ কমেছে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০২০ সালে চীনে আভ্যন্তরীন বা স্থানীয় পর্যায়ে স্মার্টফোন সরবরাহ আগের বছরের (২০১৯) তুলনায় ২০.৪ শতাংশ কমেছে। সোমবার চীন সরকারের প্রকাশিত তথ্যে এ কথা বলা হয়েছে।

গত বছর স্মার্টফোন পরিবেশক বা বিক্রেতাদের কাছ থেকে অর্ডারকৃত ক্রেতাদের কাছে পাঠানো স্মার্টফোনের সংখ্যা নেমে দাঁড়িয়েছে ২৯ কোটি ৬০ লাখে। এর আগের বছর এ সংখ্যা ছিল ৩৭ কোটি ২০ লাখ।

করোনা ভাইরাসের বহুমুখী প্রভাবের কারণে এক দিকে চাহিদা কম ছিল, আরেক দিকে সরবরাহ কাঠামোর অবস্থাও বেগতিক ছিল–মূলত এই দুই কারণে স্মার্টফোন সরবরাহ গত বছর অনেকটাই পড়ে গেছে বলে যুক্তি দেখিয়েছে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন (সিএআইসিটি)।

সিএআইসিটি’র মতে, করোনা বাস্তবতায় গ্রাহকদের মধ্যে একটি হ্যান্ডসেট দীর্ঘ দিন ব্যবহারের প্রবণতা বাড়ছে। আগে যেখানে মাস কয়েক পর পর নতুন নতুন মডেলের স্মার্টফোন কেনার প্রবণতা ছিল।

সূত্র: ইন্টারনেট/টিআর/জানুয়ারি ১৩/২০২১/১২০৫

*

*

আরও পড়ুন