Techno Header Top and Before feature image

সম্পদ কমায় আবারও দ্বিতীয় ইলন মাস্ক

elon-musk-techshohor
ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন।

সোমবার টেসলা শেয়ারের দাম ৮ শতাংশ কমায় মাস্ককে টপকে গেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ইলন মাস্কের সম্পদের পরিমাণ এখন ১৭৬.২ বিলিয়ন ডলার। এক সপ্তাহেরও কম ব্যবধানে তিনি হারিয়েছেন ১৩. ৫ বিলিয়ন ডলার।

গত মঙ্গলবার বেজসকে পেছনে ফেলেছিলেন মাস্ক। এক সপ্তাহ না গড়াতেই বেজসের চেয়ে ৬ বিলিয়ন ডলার সম্পদ কমেছে মাস্কের। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আবারও প্রথম স্থান ফিরে পাওয়া বেজসের সম্পদের পরিমাণ ১৮২.১ বিলিয়ন ডলার।

টেসলাতে ইলন মাস্কের ২০ শতাংশ শেয়ার আছে। আর স্পেসএক্সে আছে ৪৮ শতাংশ শেয়ার। গত বছর প্রায় ৫ লাখ টেসলা গাড়ি বিক্রি হয়। এরই ফলস্বরূপ এক বছরের মধ্যে টেসলার শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৭৪০ শতাংশ। ২০২০ সালের মার্চেও মাস্ক ছিলে ২৪.৬ বিলিয়ন ডলারের মালিক। এরপরে তিনি এক বছরেরও কম সময়ে ১৫০ বিলিয়ন ডলার আয় করেন।

ফোর্বস অবলম্বনে এজেড/ জানুয়ারি ১৩/২০২০/১০১৮

*

*

আরও পড়ুন