![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল টাওয়ারের রেডিয়েশন বা বিকিরণের ক্ষতি থেকে বাঁচতে যেসব স্টিকার ব্যবহার করা হয়, সেগুলো আদতে কোনো কাজেরই না।
যুক্তরাজ্য ভিত্তিক ইউনিভার্সিটি অব সারে’র একদল বিজ্ঞানী গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি এ দাবি করেন। তারা গবেষণায় এনার্জিডটের তৈরি আলোচিত স্মার্টডট রেডিয়েশন প্রোটেকশন ফোন স্টিকার পরীক্ষা করেন।
গবেষকরা ফোরজি স্মার্টফোন ও ওয়াইফাই এক্সেস পয়েন্টে রেডিয়েশনরোধী স্টিকারসহ ও স্টিকার ছাড়া এই পরীক্ষা করেন।
যদিও এনার্জিডটের দাবি হচ্ছে, স্মার্টডট স্টিকার ইলেকট্রনিক ও তারবিহীন ডিভাইস থেকে নির্গত ক্ষতিকর শক্তি বা তরঙ্গ থেকে নিরাপদ থাকতে সহায়তা করে। এর ফলে মাথাব্যথা হয় না, মনমেজাজ ঠিক থাকে–যা ঘুমোতে সহায়তা করে।
এনার্জিডটের যুক্তি হচ্ছে, স্টিকারে যে পর্যায়ের প্রযুক্তি ব্যবহার হয়েছে, সেটি ইউনিভার্সিটি অব সারের গবেষকদের পরীক্ষা সরঞ্জাম সনাক্ত করতে পারনি।
স্মার্টডট ছাড়াও বাজারে এনার্জিডটের স্লিপডট ও পেটডট নামে দুটি বহুল পরিচিত পণ্য আছে।
সূত্র : ইন্টারনেট/টিআর/জানুয়ারি ১২/২০২১/২০১৫