vivo Y16 Project

ব্রডব্যান্ডে বাড়লো ৯ লাখ গ্রাহক

broadband-internet-techshohor
প্রতিকী ছবিতে ইন্টারনেট সংযোগ। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছর শেষে ৯ লাখের বেশি গ্রাহক এসেছে ব্রডব্যান্ডে।

বিটিআরসির সর্বশেষ হিসাবে ২০২০ সালের ডিসেম্বর শেষে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ২২ হাজার।

তিন মাস পরপর আপডেট হওয়া এই হিসাবে এর আগে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিলো ৮৬  লাখ ৫৬ হাজার।

Techshohor Youtube

জুনে ছিলো ৮৫ লাখ ৭১ হাজার । আর বছরের প্রথম তিন মাস শেষে মার্চে প্রকাশিত আপডেট হিসেবে ছিলো ৮০ লাখ ৮৪ হাজার গ্রাহক।

পরিসংখ্যান বলছে বছরজুড়েই বেশ গতিতেই ব্রডন্ডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

এডি/২০২১/জানুয়ারি১২/১৩২০

*

*

আরও পড়ুন

vivo Y16 Project