এ বছরও মিডরেঞ্জ ফোনের দাপট থাকবে

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মহামারীর প্রভাবে প্রায় সর্বত্র পরিবর্তন এসেছে। ফোনের বাজারও এর ব্যতিক্রম নয়।

গত বছর পিক্সেল ফোরএ, আইফোন এসই ও গ্যালাক্সি এস২০ এফই এর বিক্রি ছিলো সবচেয়ে বেশি। ৭০০ ডলারের নিচে যেসব ফোন বাজারে এসেছে সেগুলোই বেশি বিক্রি হয়েছে।

এ বছরও সাশ্রয়ী ফোনের বাজার চাঙ্গা থাকবে। কোভিড-১৯ এর কারণে অনেককেই হিসাব করে চলতে হচ্ছে। তাই কম দামের মধ্যে শক্তিশালী ফোনের চাহিদাই এখন বেশি। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারাও লাখ টাকা দিয়ে ফোল্ডেবল ফোন কেনার যুক্তি খুঁজে পাচ্ছেন না। তাই চলতি বছর সাশ্রয়ী দামের ফোল্ডেবল ফোন আনতে যাচ্ছে স্যামসাং।

Techshohor Youtube

কোয়ালকম এবার নতুন চিপের দামও নাগালের মধ্যেই রেখেছে। ফলে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের ফোন হাজার ডলারের নিচেই পাওয়া যাবে।

ফ্ল্যাগশিপ ফোন ও মিড রেঞ্জের ফোনের মধ্যে পার্থক্য এখন অনেকটাই কমে এসেছে। মিডরেঞ্জের ফোনেও এখন ওয়্যারলেস চার্জিং ও ওয়াটার রেজিসট্যান্স সুবিধা থাকছে। তাই এস২০ মডেলের চেয়ে এস২০এফই বিক্রি হয়েছে বেশি।

অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/ জানুয়ারি ১১/২০২০/৮.৩৭

আরও পড়ুন 

যে কারণে পিক্সেল ৫ এ মিডরেঞ্জ প্রসেসর

মিড রেঞ্জ ফোনের চিপ আনলো মিডিয়াটেক

সাশ্রয়ী ফাইভজি চিপ আনছে কোয়ালকম

*

*

আরও পড়ুন