অনলাইন ক্লাস : পুরানো কম্পিউটার শিক্ষার্থীদের দিচ্ছেন আইটি শিক্ষক

ছবি : বিবিসি।

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেকের বাসাতেই পুরানো কম্পিউটার অকেজো হয়ে পড়ে থাকে।

এই কম্পিউটারগুলো কিছুটা মেরামত করলেই পুনরায় সচল করা যায়। তাই অসচ্ছল শিক্ষার্থীদের হাতে পুরানো কম্পিউটার তুলে দিতে ওয়েবসাইট খোলেন লন্ডনের  আইটি শিক্ষক ইয়োগান বার।

প্রথমে অনলাইনে তিনি পুরানো ল্যাপটপ বা ডেক্সটপ দান করার আহবান জানান। এরপরে কেউ দান করলে কম্পিউটারগুলো মেরামত করেন তিনি।

Techshohor Youtube

তার নিজের চার সন্তান। প্রথম লকডাউনের সময় অনলাইন ক্লাসের জন্য সবারই কম্পিউটারের প্রয়োজন ছিলো। প্রত্যেককে আলাদা কম্পিউটার দিতে গিয়ে তিনি সমস্যাটি উপলব্ধি করেন।

বারের মতে, অনেক বাচ্চারই আলাদা ফোন আছে তবে কম্পিউটার নেই। ক্লাস করানোর সময় শিক্ষার্থীদের কেউ কেউ জানিয়েছে, তাদের কম্পিউটার নেই। তাই ফোন দিয়ে তারা হোমওয়ার্ক তৈরি করতে পারছে না। অনেক পরিবারেই একটি ল্যাপটপ কিন্তু বাচ্চার সংখ্যা তিন থেকে চার। হয়তো তাদের বাবারও ল্যাপটপ প্রয়োজন হয়। ফলে ক্লাসের পড়া তারা শেষ করতে পারে না।

আবার অনেকের বাসায় পুরানো ল্যাপটপের উপর ধুলা পড়ে আছে। যদি মেরামত করে এগুলো শিক্ষার্থীদের হাতে তুলে না দেওয়া হয় তবে তা অপরাধের পর্যায় পড়ে বলে মনে করেন বার।

এখন পর্যন্ত ৩০টি ল্যাপটপ পেয়েছেন তিনি। তবে চাহিদা এর ৩ গুণ বেশি। যতটুকু করতে পারছেন তাতেও তিনি সন্তুষ্ট নন। কারণ সবার কাছে ওয়াইফাই পৌঁছানো না গেলে আসল সমস্যার সমাধান হবে না।

*

*

আরও পড়ুন