![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনায় যে মানুষটা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তার নাম ইলন মাস্ক।
২০২০ সালের জানুয়ারিতে কেউ ঘুনাক্ষরেও ভাবেনি এক বছরের মধ্যেই ১৩ হাজার কোটি ডলার আয় করবেন মাস্ক। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের ১৮ হাজার ৪০০ কোটির সম্পদও কোনোদিন টপকে যাবেন তা অনুমিতই ছিলো। তবে ফ্যালকন ৯ রকেটের গতিতে তিনি বেজসের নাগাল পাবেন তা কেউ ভাবেনি।
তিনি যে এখন ১৮ হাজার ৫০০ কোটি টাকার মালিক তা হয়তো নিজেই বিশ্বাস করতে পারছেন না। তাই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হওয়ার খবর দেখে টুইটে লিখেছেন, ‘ কী অদ্ভুত’।
গত বছর অবিশ্বাস্য দ্রুতগতিতে টেসলার শেয়ারের দাম বৃদ্ধির ফলস্বরূপ ২০২১ সালের শুরুতেই টেসলার মার্কেট ভ্যালু দাড়িয়েছে ৭০০ বিলিয়ন ডলার। টেসলা এখন টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই, জিএম ও ফোর্ডের চেয়ে দামি কোম্পানি। গত মাসেই এসএন্ডপি ৫০০ ইনডেক্সে জায়গা পায় টেসলা।
বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পেছনে মাস্ক চাইলে বেজসকে একটা ধন্যবাদও অবশ্য দিতে পারেন। ডিভোর্সের পর জেফ বেজস তার সাবেক স্ত্রীকে অ্যামাজনের ৪ শতাংশ শেয়ার (প্রায় ৩৮৩০ কোটি ডলার) দিয়েছিলেন। এতে করে বেজসের সম্পদ কিছুটা কমে যায়।
নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলেন ইলন মাস্ক। সে সময় বিল গেটসের সম্পদের পরিমাণ ছিলো ১২৭.৭ বিলিয়ন ডলার।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি