![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাফিক্স চিপ তৈরির কোম্পানি এনভিডিয়া ৩ মাস আগে সফটব্যাংক মালিকানাধীন এআরএমকে অধিগ্রহণ করে। ৪০ বিলিয়ন ডলারের এই ব্যবসায়িক চুক্তির ঘটনাটি তদন্ত করে দেখবে যুক্তরাজ্যের কম্পিটিশন ও মার্কেটস অথোরিটি (সিএমএ)।
চলতি বছরের শেষ দিকে অন্যান্য বাজার পর্যবেক্ষক সংস্থার সহায়তায় শুরু হবে তদন্ত। চুক্তির কারণে এআরএম বাড়তি কোনো অর্থসহায়তা পেয়েছে কিনা, বুদ্ধিবৃত্তিক সম্পত্তির দাম বাড়ানো কিংবা মান কমানো হয়েছে কিনা, ক্রেতাদের উপরে বাড়তি দাম চাপানো হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিএমএ।
দুটি চিপ নির্মাতা কোম্পানি একীভূত হওয়ায় বাজার প্রতিযোগিতায় কেমন প্রভাব পড়েছে সেবিষয়েও থার্ডপার্টি কোম্পানিগুলোর কাছ থেকে মতামত নেবে তারা।
গত জুলাইয়ে ইন্টেলকে এবং সেপ্টেম্বরে এআরএম-কে অধিগ্রহণের পর ক্যালিফোর্নিয়াভিত্তিক এনভিডিয়াই এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা কোম্পানি।
আরও পড়ুন
এনভিডিয়ার কাছে বিক্রি হলো এআরএম
বিবিসি অবলম্বনে এজেড/ জানুয়ারি ০৭/২০২০/১৯.৫২