অন্যান্য চীনা ফোনেও চলবে হারমনি ওএস

huawei-techshohor3

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অপারেটিং সিস্টেম হারমোনি ওএস হুয়াওয়ে ইকোসিস্টেমের বাইরেও চলবে।

হুয়াওয়ের কনজিউমার বিজনেসের প্রধান রিচার্ড ইউ জানিয়েছেন, অন্যান্য চীনা মোবাইল কোম্পানিগুলোর জন্য গুগল মোবাইল সার্ভিস ও প্লে স্টোর নিষিদ্ধ করলেও সমস্যা নেই। সব চীনা স্মার্টফোনেই চলবে হারমোনি ওএস।

২০১৯ সালে হুয়াওয়ের নাম কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। নতুন ডিভাইসে গুগল মোবাইল সার্ভিস ও প্লে স্টোর যুক্ত করার সুযোগ বন্ধ হয়ে যায় হুয়াওয়ের।

Techshohor Youtube

এরপরই নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির কাজে গতিশীলতা আনে হুয়াওয়ে। হারমোনিওএসকে অন্যান্য চিপসেটে চলার উপযোগী ও ওপেন সোর্স করে দিতে হবে। তবেই অন্যরা ওএসটি ব্যবহার করতে পারবে। এখন না হলেও ভবিষ্যতে ওএসটি ওপেন সোর্স করে দেওয়ার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের।

গত ১৬ ডিসেম্বর হারমোনিওএস ২.০ মোবাইল ডেভেলপার বেটা সংস্করণ উন্মুক্ত করে হুয়াওয়ে। শীঘ্রই আসবে পূর্ণাঙ্গ সংস্করণ। ধীরে ধীরে সব ডিভাইসেই হারমোনি ওএস ইনস্টল করবে হুয়াওয়ে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জানুয়ারি ০৬/২০২০/১১

*

*

আরও পড়ুন