![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন বছর শুরুর ঠিক আগেই অ্যাপস্টোর থেকে ৪৬ হাজার অ্যাপ (চীনা সংস্করণ) সরিয়ে ফেলেছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, অ্যাপলের আইওএস অ্যাপস্টোর থেকে মুছে ফেলা অ্যাপগুলোর ৮৫ শতাংশই গেইম অ্যাপ।
লাইসেন্স জটিলতার জেরে চীন সরকারের অনুরোধের প্রেক্ষিতে অ্যাপল এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। নিজ দেশের অভিযুক্ত অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাপলকে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল চীন ।
উল্লেখ্য, চার বছর আগে চীনে গেইম সেবা সংক্রান্ত এক আইন পাশ হয়। সেখানে বলা হয়, দেশে (চীনে) গেইম সেবা বিক্রির ক্ষেত্রে লাইসেন্স করা আবশ্যক। বিদেশি কোনো প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকদের কাছে এসব গেইম বিক্রি করতে পারবে না। যদি বিদেশি প্রতিষ্ঠান চীনা গেইম বিক্রি করতে চায় তাহলে তাদেরকে স্থানীয় (চীনা) প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে হবে।
অ্যাপলের পদক্ষেপ নেয়ার আগে একই ইস্যুতে অ্যানড্রয়েড অ্যাপস্টোর থেকেও বহু চীনা অ্যাপ মুছে ফেলা হয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার জানিয়েছে, গেলো বছরের (২০২০) বিভিন্ন সময়ে অ্যাপস্টোর থেকে অন্তত ৯৪ হাজার চীনা অ্যাপ মুছে দিয়েছে অ্যাপল।
সূত্র : ইন্টারনেট, টিআর/জানুয়ারি ২/২০২১/১৯২০
আরও পড়ুন
অ্যাপস্টোরের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলো
অ্যাপ স্টোর থেকে টিকটক সরানোর উপর স্থগিতাদেশ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি