![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : একের পর এক চীনা প্রতিষ্ঠানের লাগাম টানার পর এবার নতুন করে যুক্তরাষ্ট্রের নজর পড়লো তিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের ওপর।
ওয়াল স্ট্রিটের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) জানিয়েছে, চীনা সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চীনের তিনটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে এনওয়াইএসই’র তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এ নির্দেশনা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।
চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠান তিনটি হলো–চায়না মোবাইল, চায়না টেলিকম ও চায়না ইউনিকম হংকং। ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এসব প্রতিষ্ঠানের সব শেয়ার আগামী সপ্তাহে (৭-১১ জানুয়ারি) বাতিল বলে গণ্য হবে। এর পর এ নির্দেশনা চলমান থাকবে কিনা, তা এখনো স্পষ্ট না।
চীনভিত্তিক এসব প্রতিষ্ঠানের লভ্যাংশের সবই চীন কেন্দ্রিক। যুক্তরাষ্ট্রে স্টক এক্সচেঞ্জের বাইরে চোখে পড়ার মতো তাদের কোনো কার্যক্রম নেই। তবে এসব টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের কর্তৃত্ব চীনা রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের হাতেই। সে হিসেবে এসব প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আগে থেকেই অনুমেয়।
বাহ্যিকভাবে যা-ই বলা হোক না কেন, ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের জেরে চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে বলির শিকার হচ্ছে বলেই মনে করছেন অনেকে।
বর্তমানে মার্কিন স্টক মার্কেটে তালিকাভুক্ত চীনা প্রতিষ্ঠানের সংখ্যা দুই শতাধিক। শেয়ার বাজারে তাদের মুলধন ২.২ ট্রিলিয়ন ডলার।
সূত্র : ইন্টারনেট, টিআর/জানুয়ারি ২/২০২১/১৪৪০
আরও পড়ুন
সুইডেনেও ফাইভজি স্থাপনের কাজ হারাতে পারে হুয়াওয়ে
হুয়াওয়ের নিষেধাজ্ঞার ক্ষত স্যামসাংসহ আরও প্রতিষ্ঠানে