![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথমবারের মতো মিনি এলইডি প্রযুক্তির টিভি আনছে বিশ্বখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি।
টিভির পেছনের প্যানেল থেকে বেশি সংখ্যক ডিমিংয়ের সরবরাহ বাড়াতে এই উদ্ভাবনে আলোক উৎসের সংখ্যা বাড়ানো হয়েছে। এর ফলে পর্দায় চিত্র হবে উজ্জ্বল ও ঝকঝকে। এই প্রযুক্তিতে পর্দার অন্তরালে ২৫০০ পর্যন্ত ডিমিং জোনের ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে ২০১৯ সালে চীনা ইলেকট্রনিক পণ্য নির্মাতা টিসিএল একই রকমের প্রযুক্তির টিভি উন্মোচন করে। এছাড়া স্যামসাংও এ ধরনের প্রযুক্তির টিভি তৈরি করছে বলে খবর বেরিয়েছে। যদিও স্যামসাং বিষয়টি নিশ্চিত করেনি।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনস্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০২১ আয়োজনে এলজি অন্তত ১০টি ‘৪কে’ ও ‘৮কে’ ঘরানার মিনি এলইডি টিভি প্রদর্শন করবে বলে জানিয়েছে।
এলজি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনি এলইডি প্রযুক্তির টিভির আলোক উৎস, উজ্জ্বলতা ও স্বচ্ছতা প্রচলিত এলইডি টিভির চেয়ে অনেক বেশি।
‘কিউএনইডি মাইক্রোএলইডি’ লেবেল বা ব্যানারে মিনি এলইডি টিভি বাজারজাত করবে এলজি।
মিনি এলইডি টিভির দামের সীমা সম্পর্কে এখনো কিছু বলেনি এলজি। তবে টিসিএল ৫৫ ইঞ্চি পর্দার মিনি এলইডি টিভির দাম ধরেছে ৬৯৯ ডলার।
সূত্র : ইন্টারনেট, টিআর/ডিসেম্বর ৩০/২০২০/১৫২৭
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি