![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী প্রজন্মের ট্রেনে কন্ট্রোল লেআউটের ডিজাইন কেমন হবে সে বিষয়ে মতামত দিতে ট্রেন চালকরা ব্যবহার করছেন ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট।
যুক্তরাজ্যের টাইন অ্যান্ড ওয়্যার মেট্রো রেলের কন্ট্রোল লেআউট তৈরির জন্য কম্পিউটারে ডিজাইন করা ছবি দেখানো হচ্ছে চালকদের। এর জন্য ভিআর হেডসেট পরে ভার্চুয়াল ট্যুর দিতে হচ্ছে তাদের।
ট্রেন নিয়ন্ত্রণের জন্য কোন সুইচ কোথায় দরকার সেটা চালকরাই জানাবেন। ৯ সপ্তাহে ১৫৫ জন চালকের মতামত নিয়ে তবেই ডিজাইন করা হবে কন্ট্রোল লেআউট।
মেট্রো রেল অপারেটর নেক্সাস এর ডিরেক্টর জানিয়েছেন, সেরা কন্ট্রোল লেআউটটি বেছে নিতে ভিআর প্রযুক্তি কাজে লাগছে।
নেক্সাসকে ভিআর হেডসেট সরবরাহ করেছে সুইস কোম্পানি স্টাডলার। রেল পথ তৈরির জন্য কোম্পানিটি ৩৬২ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে নেক্সাসের সঙ্গে। ২০২৩ সালের মধ্যে নতুন ৪৬টি ট্রেন তৈরি করে দেবে স্টাডলার। ট্রেনগুলোর উৎপাদন শুরু হবে আগামী বছর।
বিবিসি অবলম্বনে এজেড/ডিসেম্বর ৩০/২০২০/১১৩৪
আরও পড়ুন
২০২১ সালে যেসব প্রযুক্তির ব্যবহার বাড়বে
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি