![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছরে প্রযুক্তিগত যে সব পরিবর্তন এসেছে তা ২০২১ সালেও বজায় থাকবে কিনা তা একটি বড় প্রশ্ন। চলতি বছর যেসব প্রযুক্তি আলোচনায় ছিলো সেগুলোর ভবিষৎ সম্ভাবনাই এখানে তুলে ধরা হলো।
ভিডিও কলিং অ্যাপ
করোনাভাইরাসের প্রভাবে চলতি বছর সবচেয়ে বেশি লাভবান হয়েছে জুম। ভিডিও কলিং অ্যাপটি ছাড়াও মাইক্রোসফট টিম ও অ্যাপলের ফেইস টাইমে মানুষ ঘণ্টার পর ঘণ্টা সময় পার করেছে। আগামী বছরও এ প্রচলন অব্যাহত থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
টেক ইভেন্ট
এ বছর করোনাভাইরাসের কারণে প্রায় সব টেক সম্মেলন বাতিল হয়েছে। আগামী বছর বার্সেলোনা মোবাইল কংগ্রেস এর আয়োজন হবে গরমকালে।
ফোল্ডেবল ফোন ও ফাইভজি নেটওয়ার্ক
ফোল্ডেবল ফোনের আরও মডেল আসবে ২০২১ সালে। গতির পাশাপাশি ফাইভজির ব্যবহারও বাড়বে।
অ্যামাজনে রোবটের ব্যবহার
লকডাউনের মধ্যে অ্যামাজনের ব্যবসা আরও অনেক বেড়েছে। আগামী বছর ওয়্যারহাউজগুলোতে তারা পণ্য বহন ও প্যাকিংয়ের জন্য রোবটের ব্যবহারও বাড়াবে।
ইলেক্ট্রিক গাড়ি
যুক্তরাজ্যে পেট্রল ও ডিজেল চালিত গাড়ি ২০২৫ সালের মধ্যে নিষিদ্ধ হতে যাচ্ছে। তাই আগামী বছর ইলেক্ট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
হোম অটোমেশন
আগামী বছর স্মার্ট স্পিকারের ব্যবহারও বাড়বে। ভয়েস কমান্ড দিয়ে ঘরের লাইট ফ্যান অন বা অফ করাটা আরও জনপ্রিয় হয়ে উঠবে।
বিবিসি অবলম্বনে এজেড/ ডিসেম্বর ২৯/ ২০২০/২১.৪২
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি