Techno Header Top and Before feature image

বাংলাদেশের শীর্ষ ১০ সাইবার ঝুঁকি, সবার উপরে স্প্যাম

Cyber-security_
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সাইবার ঝুঁকি হিসেবে উঠে এসেছে স্প্যাম।  

বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট-২০২০ অনুযায়ী শীর্ষ ১০ সাইবার ঝুঁকিতে শীর্ষে রয়েছে এই স্প্যাম, যা আগের বছর দ্বিতীয় স্থানে ছিলো। 

প্রতি বছর বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্স রেসপন্স টিম বা বিজিডি গভ সার্ট এর রিস্ক অ্যাসেসমেন্ট ইউনিট বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ প্রতিবেদন প্রকাশ করে।

এতে ২০১৯২০২০ সালের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসরকারিবেসরকারি সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা  একাডেমিয়ার অংশগ্রহণে ওয়ার্কশপের আয়োজন করা হয়ওয়ার্কশপ থেকে প্রাপ্ত তথ্যাদি  এবং জরিপের মাধ্যমে প্রাপ্ত  তথ্যগুলির ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা হয়।

এবারে স্প্যামের পর দ্বিতীয় ঝুঁকি হিসেবে র‌্যান্সমওয়্যার উঠে আসে যা আগের বছর অষ্টমে ছিলো।

এরপরে স্থানগুলোতে ফিশিংম্যালওয়ারইনফরমেশন লিকেজের মত ঝুঁকিগুলো আসে। 

এবারে বাংলাদেশের শীর্ষ ১০ ঝুঁকির ক্রম হচ্ছে, স্প্যাম, র‌্যানসমওয়্যার, ফিশিং, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডার থ্রেট, আইডেন্টিটি থেফট, ওয়েব বেজড এটাক, ডাটা ব্রিচ এবং ডিনায়াল অফ সার্ভিস ।

এডি/২০২০/ডিসেম্বর২৮/২০৩৬

*

*

আরও পড়ুন