![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি মাসেই হারমোনিওএস ২.০ এর বেটা সংস্করণ ছেড়েছে হুয়াওয়ে। ওএসটি কেমন তা আগেভাগে জানতে ওএসটির ফ্রেমওয়ার্ক কোনটি তা খুঁজে বের করেছেন এক ডেভেলপার।
প্রথমে তিনি পুরানো অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট সংস্করণের জন্য হ্যালো ওয়ার্ল্ড নামের একটি অ্যাপ তৈরি করেছেন। এরপর ভার্চুয়াল ডিভাইসের বামদিকে অ্যান্ড্রয়েড ও ডানদিকে হারমোনি ওএস ২.০ বেটা সংস্করণে অ্যাপটি চালিয়েছেন। দেখা গেছে, দুটি অপারেটিং সিস্টেমেই এরর ম্যাসেজের ভাষা এক, থিমও এক। শুধু অ্যান্ড্রয়েডের জায়গায় হারমোনি ওএস লেখা।
সিস্টেম পার্টিশন ওপেন করার পর ডেভেলপার এর কারণ উদ্ধার করতে পেরেছেন। তিনি জানান, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করেই হারমনিওএস তৈরি করা হয়েছে।
হারমোনি ২.০ এর বেটা সংস্করণ তৈরির জন্য অ্যান্ড্রয়েডের ওপেন সোর্স প্রোজেক্টের উপর নির্ভর করেছে হুয়াওয়ে। তবে পূর্ণাঙ্গ সংস্করণে নিজস্ব ফ্রেমওয়ার্ক নিয়ে হাজির হতে পারে চীনা টেক জায়ান্টটি।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ ডিসেম্বর ২৭/২০২০/১০.৫০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি