Techno Header Top and Before feature image

২০২০ এর সেরা গেইমের তালিকা

ছবি : বিবিসি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের সেরা গেইম কোনগুলো তার একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি সাউন্ডসের প্রেস এক্স টু কন্টিনিউ পডকাস্ট।

‘দ্য বেস্ট গেইম ইউ নেভার হার্ড অব’ ক্যাটেগরিতে আছে মোবাইল গেইম লিটল অর্ফিয়াস, স্যাভেজ প্ল্যানেট ও জেনশিন ইম্প্যাক্ট। যে গেইমগুলোর নাম খুব বেশি পরিচিত নয় তবে মানে উন্নত সেগুলোই এখানে জায়গা পেয়েছে।

লকডাউনের মধ্যে যেসব গেইম জনপ্রিয় হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হয়েছে ‘বেস্ট লক ডাউন গেইম’ ক্যাটেগরি। এ তালিকায় আছে অ্যামাং আস, হেডিস, কল অব ডিউটি ওয়ারজোন। লকডাউনে বন্ধু বান্ধব ও আত্মীয়দের নিয়ে এই গেইমগুলো সবচেয়ে বেশি বার খেলা হয়েছে।

সেরা গেইমের তালিকায় আছে নিন্টেন্ডোর অ্যানিমেল ক্রসিং ও প্লে স্টেশনের এক্সক্লুসিভ গেইম দ্য লাস্ট অব আস পার্ট ২।

পৃথিবীকে আরও বসবাস উপযোগী বানানোর জন্য অ্যানিমেল ক্রসিং এবং নাটকীয় গল্পের জন্য দ্য লাস্ট অব আস পার্ট ২-কে বেস্ট গেইম ক্যাটেগরিতে ফেলা হয়েছে।

বিবিসি অবলম্বনে এজেড/ ডিসেম্বর ২৬/২০২০/১১৩৯

*

*

আরও পড়ুন