Techno Header Top and Before feature image

নগদে দিনে ২০০ কোটি টাকার বেশি লেনদেন

Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বৃহস্পতিবার এক অনাড়মন্বর অনুষ্ঠানের মাধ্যমে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ ঘোষণা দেন।

সরকারের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে দৈনিক ২০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক স্পর্শ করার কথা বলা হলেও নির্ধারিত সময়ের আগেই তা অতিক্রম করে দেশের দ্রুতবর্ধনশীল এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল অপারেটরটি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করে নগদ।

তানভীর এ মিশুক বলেন,  মোবাইল ফোন থেকে *১৬৭# নম্বরে ডায়াল অ্যাকাউন্ট খোলা পৃথিবীর আর কোথাও সম্ভব না হলেও নগদ সেটি সম্ভব করেছে। অথচ একসময় একটি অ্যাকাউন্ট খুলতে কতো কিছুই না করতে হতো।

তিনি জানান, যাত্রা শুরুর মাত্র দুই বছরেরও কম সময়ে ১২ হাজার মার্চেন্টকে নগদ নেটওয়ার্ক যুক্ত হয়েছে । আছে প্রায় সাড়ে ৩০০ ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেনের সুবিধা।বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোনসহ সব রকম পরিষেবার বিল প্রদান কোনোরকম বাড়তি খরচ ছাড়া শুধুমাত্র নগদে করা যাচ্ছে।

এডি/২০২০/ডিসেম্বর২৪/২২১০

*

*

আরও পড়ুন