![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রিটেনের রানি প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে বার্তা দেন বিবিসি ও আইটিভিতে।
এবার রানি এলিজাবেথের বার্তা চ্যানেল ৪ এ দেখা যাবে। তবে নিজে তিনি কিছু বলবেন না বা করবেন না। ডিপফেইক প্রযুক্তির মাধ্যমে তার নকল অবতার হাজির করবে চ্যানেল ৪।
আগামী দিনগুলোতে ডিপফেইক ভিডিও কতোটা ভয়ংকর হয়ে উঠতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করতেই নকল রানিকে সামনে আনা হবে।
ভিডিওটি তৈরি করেছে অস্কার জয়ী ভিএফএক্স স্টুডিও ফ্রেমস্টোর।তবে ভিডিওর মান নিয়ে সন্তুষ্ট নন বিবিসির রয়্যাল কোরেসপন্ডেন্ট নিকোলাস ইউটশেল। তিনি বলেন, রানির অনেক কৃত্রিম ভিডিও বের হয়েছে। ভিডিওটা মানসম্পন্ন নয় কারণ লিপ সিঙ্ক ঠিকভাবে হয়নি।
ডিপফেইক ভিডিওর প্রচলন প্রথম শুরু হয় ২০১৮ সালে। পরবর্তীতে ডিপফেইক ভিডিও তৈরির জন্য বিভিন্ন অ্যাপও তৈরি করা হয়। অ্যাপে ঢুঁকে কয়েকটি ক্লিক করে যার তার ছবিতে নিজের চেহারা বসানো যায়।
ডিপফেইক ভিডিও সমাজে ভুয়া তথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। তাই এ প্রযুক্তিতে তৈরি ভিডিও শনাক্ত করতে ডিপ ফেইক খুঁজে বের করার টুল তৈরি করেছে মাইক্রোসফট।
বিবিসি অবলম্বনে এজেড/ ডিসেম্বর ২৪/২০২০/২০.৪৪
আরও পড়ুন
গুজবে মরে মানুষ, ডিপফেইকে ফেঁসে যাচ্ছে নিরপরাধী
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি