![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের প্রশাসনিক অঞ্চল ম্যাকাও এক সময় ছিলো জুয়ারিদের স্বর্গরাজ্য। করোনাভাইরাসের কারণে শহরটি তার প্রাণচাঞ্চল্য হারিয়েছে।
এমন অবস্থায় অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী জুনে টেক ইভেন্ট ‘বিয়ন্ড’ এর আয়োজন করতে যাচ্ছে তারা। কনজিউমার ইলেক্ট্রনিক শোয়ের ছোট সংস্করণ বলা যায় একে। গত বছর বিয়ন্ড আয়োজিত হয়েছিলো যুক্তরাজ্যে। ইভেন্টে লাইফ সায়েন্স ও কৃষি বিষয়ক প্রযুক্তিও প্রদর্শিত হয়।
অবকাঠামোগত সব রকম সুবিধাই আছে শহরটিতে। শুধু পরিস্থিতির উন্নতি হবে কিনা সেই আশংকা রয়ে যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ না কমলে জুনের পরিবর্তে অক্টোবরেও টেক ইভেন্টটির আয়োজন করা হতে পারে।
অংশগ্রহণকারী হিসেবে এতে যোগ দিতে পারে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স, ড্রোন জায়ান্ট ডিজেআই ও সেন্সটাইম। জাপান ও দক্ষিণ কোরিয়া থেকেও কিছু ফার্ম যোগ দিতে পারে।
গত আগস্টে ম্যাকাও কর্তৃপক্ষ ক্যাসিনোগুলো খুলে দেওয়ার ঘোষণা দেয়। তবে তাতে পরিস্থিতি বদলায়নি। গত বছর একই সময়ের চেয়ে তাদের আয় কমেছে ৮০.৫ শতাংশ। ম্যাকাওয়ের ৯০ শতাংশ পর্যটক আসে চীনের মূল ভূ-খণ্ড থেকে।
আরও পড়ুন –
চীনে করোনা রোধে অত্যাধুনিক প্রযুক্তির নজরদারী
চীনে করোনাভাইরাস ঠেকাতে রোবট গাড়ি ব্যবহার
চীন: নজরদারীর মহাযজ্ঞে কেউই ক্যামেরার আড়ালে নেই
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি