![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ২৬ জানুয়ারি থেকে গ্যালাক্সি স্টোর থেকে অ্যাপ কিংবা থিম কেনা যাবে না। সাবস্ক্রিপশন সেবা বা ইনঅ্যাপ পার্চেসও বন্ধ করে স্যামসাং।
নতুন নিয়ম অনুযায়ী, গ্যালাক্সি স্টোর ও গ্যালাক্সি থিম থেকে শুধু ফ্রি কনটেন্টই ডাউনলোড করা যাবে। তবে চাইলে গ্যালাক্সি স্টোরের মাই অ্যাপ মেনু থেকে অ্যাপ এবং গ্যালাক্সি থিমের পারচেজড মেনু থেকে মাই স্টাফের থিম রিডাউনলোড করা যাবে। আগে কেনা অ্যাপ ও থিমের ক্ষেত্রে শুধু এ সুবিধা পাওয়া যাবে।
তবে আগে কেনা অ্যাপ ও থিমের জন্য কোনো রিফান্ড পাওয়ার সুযোগ থাকবে না। অ্যাপে বা থিমে কোনো ত্রুটি দেখা দিলে তা স্যামসাংকে জানাতে হবে।
যারা নির্দিষ্ট মেয়াদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক সেবা কিনেছেন তারা কোনো সমস্যায় পড়বেন না। সাবস্ক্রিপশন সেবার মেয়াদ ২৬ জানুয়ারির পর শেষ হলে নতুন করে তা রিনিউ করা যাবে না। স্বয়ংক্রিয়ভাবেই সাবস্ক্রিপশন সেবা বাতিল হয়ে যাবে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ ডিসেম্বর ২২/২০২০/১৬১০
আরও পড়ুন
সাশ্রয়ী দামে ফাইভজি ফোন আনবে স্যামসাং
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি