![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় আগামী ২০২৪ সালের মধ্যে ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। সংবাদ মাধ্যম রয়টার্স এ ব্যাপারে অ্যাপল কর্মকর্তাদের বক্তব্য প্রচার করলেও আনুষ্ঠানিকভাবে অ্যাপল এখনও কিছু জানানো হয়নি।
অ্যাপলের অভ্যন্তরীণ কিছু সূত্র থেকে জানা গেছে, ইলেকট্রিক গাড়ির ব্যাটারির নকশায় অনেক বড় পরিবর্তন আনবে অ্যাপল। লিথিয়াম আইয়ন ব্যাটারির বদলে তারা ব্যবহার করবে লিথিয়াম আইয়োন ফসফেট। এতে করে ব্যাটারির দাম কমবে এবং গাড়ির রেঞ্চ বাড়বে।
২০১৭ সালে এক সাক্ষাৎকারে টিম কুক জানিয়েছিলেন, ইলেকট্রিক ভেইকেল নিয়ে তারা কাজ করছেন না। তবে গত বছর ড্রাইভ.এআই নামের একটি স্টার্টআপ কিনে নেওয়ার পর এ বিষয়ে আবারো আলোচনা শুরু হয়।
২০১৮ সালে টেসলা থেকে অ্যাপলে যোগ দেন ডুগ ফিলড। ইলেক্ট্রিক অটোমেকার টেসলায় তিনি কাজ করতেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে। তার হাত ধরেই তৈরি হয়েছিলো টেসলার মডেল ৩ গাড়িটি।
প্রজেক্ট টাইটানের প্রধান এখন অ্যাপল এক্সিকিউটিভ জন জিয়ানন্দ্রা। তার অধীনে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং গ্রুপের সঙ্গেই এখন কাজ চলবে প্রজেক্ট টাইটানের।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ ডিসেম্বর ২২/২০২০/১১
আরও পড়ুন
রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি টেসলার
টেসলার অ্যালগরিদমও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার কারণ!
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি