Techno Header Top and Before feature image

পুঁজিবাজারে রবির লেনদেন শুরু বৃহস্পতিবার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার হতে রবির লেনদেন শুরু হচ্ছে।

ট্রেডিং কোড ‘রবি’ দিয়ে এন ক্যাটাগরির আওতায় এ লেনদেন শুরু করবে কোম্পানিটি।

৫২৩ দশমিক ৭ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের ইতিহাসে বৃহত্তম ইস্যু নিয়ে যাত্রা শুরু করবে রবি। ফলে আইপিও কেনার জন্য আবেদনও পড়েছিল ৫ দশমিক ৭৪ গুণ বেশি।

ফিক্সড-প্রাইস মেথডে ১০ শতাংশ (ইমপ্লয়ি শেয়ারসহ) বা ৫২ দশমিক ৩৭ কোটি শেয়ার ছাড়ার জন্য চলতি বছরের ২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করে রবি।

প্রতি শেয়ার ১০ টাকা হিসেবে ওই মূলধন তোলার জন্য চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রবির আইপিও অনুমোদন করে বিএসইসি।

রবির আইপিওর জন্য মোট ১২ লাখ ৮০ হাজার ৪২৫ টি আইপিও আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ২৯০ জন আবেদনকারীকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

টেলিযোগাযোগ খাতের আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে রবির কোম্পানির কোড- ২৭০০৩ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে- ২৬০০৩।

তালিকাভুক্ত হওয়া উপলক্ষে বৃহস্পতিবার সকালে ডিএসইর নিকুঞ্জের কার্যালয়ে রবি ও ডিএসই কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, এখন রবির মুল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের কাছে সর্বাধিক উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল সল্যুশন পৌঁছে দেয়ার পাশাপাশি দেশী ও বিদেশী শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা।

এডি/২০২০/ডিসেম্বর২১/২০১০

আরও পড়ুন

শেয়ারবাজারে তালিকাভুক্তির আবেদন করেছে রবি

নয় মাসে রবির মুনাফা ১১৬ কোটি টাকা

দুই শর্তে ঝুলছে রবির শেয়ারবাজারে আসা

*

*

আরও পড়ুন