vivo Y16 Project

সাশ্রয়ী দামে ফাইভজি ফোন আনবে স্যামসাং

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাংয়ের গ্যালাক্সি এ২২ স্মার্টফোন আসবে আগামী বছরের দ্বিতীয় ভাগে।

সাশ্রয়ী দামের ফোনটিতে থাকবে ফাইভজি কানেক্টিভিটি। এতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০। ফোনটির দাম হতে পারে ১৮৫ ডলারের মধ্যে।

ফোনটি উৎপাদনের জন্য চীনভিত্তিক উইংটেক ও ওয়াচিন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে স্যামসাং।

Techshohor Youtube

চলতি বছর জুনে বাজারে আসে এর উত্তরসূরী গ্যালাক্সি এ২১। লো বাজেটের ফোনটিতে আছে সাড়ে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। পেছনে আছে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজসহ ফোনটির বিক্রি শুরু হয় ১২৯ ডলার দামে।

জিএসএমএরিনা অবলম্বনে এজেড/ ডিসেম্বর ২১/২০২০/১৯৩২

আরও পড়ুন

২৬ জানুয়ারি থেকে অ্যাপ ও থিম বিক্রি বন্ধ করছে স্যামসাং

স্যামসাং গ্যালাক্সি এস২১ কি সত্যিই জানুয়ারিতে আসছে?

ফাইভজির বাজারে শীর্ষে গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা

*

*

আরও পড়ুন

vivo Y16 Project