আগামী বছর থেকে যেসব ডিভাইসে চলবে না হোয়াটসঅ্যাপ

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী বছর থেকে কয়েকটি নির্দিষ্ট মডেলের আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

আইফোনে আইওএস ৯ ইন্সটল্ড থাকতে হবে। যেসব আইফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না সেগুলো হলো আইফোন ৪ ও তার আগের সংস্করণগুলো।

আইওএস ৯ বা তার পরের সংস্করণগুলো আইফোন ৪এস, আইফোন ৫, আইফোন ৫এস, আইফোন ৫সি, আইফোন ৬, আইফোন ৬এসে ইনস্টল করলে তবেই হোয়াটসঅ্যাপ চলবে।

Techshohor Youtube

অ্যান্ড্রয়েড ৪.০.৩ আইসক্রিম স্যান্ডউইচের আগের সংস্করণগুলোতেও কাজ করবে না ম্যাসেজিং অ্যাপটি। এইচটিসি ডিজাইয়ার, এলজি অপটিমাস ব্ল্যাক, মটোরলা ড্রয়েড রেজর ও স্যামসাং গ্যালাক্সি এস২ ফোনেও চলবে না হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ চালানোর জন্য ব্যবহারকারীদেরকে নতুন ডিভাইস কিনতেই হবে। বিকল্প কোনো উপায়ে অ্যাপটি পুরানো ফোন কিংবা অপারেটিং সিস্টেমে চলবে না।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১৬/২০২০/২০২৮

*

*

আরও পড়ুন