![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে চেয়েছিলেন বললে ভুল হবে। তিনি আসলে অ্যাঞ্জেলিনার জম্বি রূপ তৈরি করেছিলেন।
মেকআপ ও ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে এমন একটি ছবি তৈরি করেন যা সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। মজার ছলে তৈরি করা সেই ছবিই কাল হয়ে দাঁড়ালো সাবার তাবারের জন্য। ইরানের আদালত তাকে ১০ বছরের শাস্তি দিয়েছে। তাবারের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।
২০১৭ সালে ছবিটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ২০১৯ সালে তার অ্যাকাউন্টই ডিলিট করে দেওয়া হয়। পরে একই বছর পাবলিক ডিসেন্সি আইনের আওতায় তাকে গ্রেফতারও করা হয়।
গত সপ্তাহে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ইসলামিক রিপাবলিক দেশটিকে অসম্মান ও তরুণদেরকে দুর্নীতিগ্রস্ত করে তোলার অভিযোগ আনা হয়।
ইরানি সাংবাদিক মাসিহ আলিনেজাদের মতে, তাবারা শুধু মজা করার জন্য লঘু পাপে গুরু দণ্ড ভোগ করছে। তাকে মুক্ত করতে অ্যাঞ্জেলিনা জোলির হস্তক্ষেপ চেয়েছেন আলিনেজাদ।
গ্লোবাল নিউজ অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১৫/২০২০/১১২১
আরও পড়ুন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি