![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারতের কর্ণাটকে আইফোন তৈরির কারখানায় হট্টগোল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই মাস ধরে বেতন বকেয়ার জেরে শনিবার হাজারখানেক বিক্ষুব্ধ কর্মী কারখানায় চড়াও হয়।
ওই কারখানাটি মূলত তাইওয়ানের সংস্থা উইস্ট্রন কর্পোরেশন পরিচালনা করছে। তারা আইফোন প্রস্তুত প্রক্রিয়ায় অ্যাপলের সঙ্গে চুক্তিবদ্ধ।
ঘটনার দিন কর্মীদের অসন্তোষের প্রেক্ষিতে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছিল। কিন্তু বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বিক্ষুব্ধ কর্মীরা হট্টগোল শুরু করে দেয়। একপর্যায়ে কর্মীরা একাধিক গাড়িতে অগ্নিসংযোগ ও কারখানায় ইটপাটকেল মেরে কারখানায় ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনায় অভিযুক্ত ৮০ জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
দুই মাসের বেতন বকেয়া, শুধু তা-ই নয়। প্রতিশ্রুত বেতনের চেয়েও কম বেতন দেয়া হচ্ছিল বলে কর্মীরা অভিযোগ তোলে। এছাড়া বেতন দেয়ার নির্ধারিত তারিখ কয়েক দফা পিছিয়েছে। এসব নিয়ে কর্মীদের মধ্যে কয়েক মাস ধরে অসন্তোষ ছিল।
সূত্র : ইন্টারনেট, টিআর/ডিসেম্বর ১৪/২০২০/১৮৩০
আরও পড়ুন
চীনে নয়, আইফোন সংযোজন হচ্ছে ভারতে
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি