![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইফোন ব্যবহারকারীরা বিভিন্ন সামাজিক ফোরামে আইওএস ১৪ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।
আইওএস ১৪ চালিত আইফোনগুলো থেকে ম্যাসেজ সেন্ড বা রিসিভ হচ্ছে না। ম্যাসেজ ডেলিভারির নোটিফিকেশনও আসছে না। ম্যাসেজিং অ্যাপ সিগনাল ও হোয়াটসঅ্যাপ থেকে ম্যাসেজ পাঠালেও একই ধরণের সমস্যা দেখা দিচ্ছে।
এ ব্যাপারে এক আইফোন ব্যবহারকারী বলেন, খুবই বিরক্তিকর। কয়েক সপ্তাহ ধরে ম্যাসেজ পাঠালে তা সেন্ড হচ্ছে না। অনেক বছর ধরেই বিভিন্ন ধরণের বাগ (কারিগরি ত্রুটি) দেখেছেন। কিন্তু কোনোটাই ম্যাসেজ হারিয়ে যাওয়ার মতো বিরক্তিকর ছিলো না।
আইফোন ১২ প্রো ম্যাক্সের এক ব্যবহারকারী লেখেন, ম্যাসেজ যাচ্ছিলো না দেখে তিনি টেলিকম কোম্পানি ভ্যারিজনের স্টোরে গিয়েছিলেন। সেখানে তাকে জানানো হয়, সমস্যাটি অ্যাপলের, তাদের নয়।
আরেক ব্যবহারকারী জানান, অন্য কোনো অ্যাপ থেকেও কল বা নোটিফিকেশন পাচ্ছেন না। অ্যাপল স্টোরে গেলে কর্মীরা তাকে জানায়, এ ধরণের কোনো সমস্যার কথা তারা শোনেনি। ফোনটা রিপ্লেস করে দেয়। এরপর থেকে প্রতিদিনই নোটিফিকেশন ও কল আসার হার কমছে।
এ ধরণের হাজারও অভিযোগ রয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, আইওএস ১৪.৩ এর বেটা সংস্করণ ইনস্টল করেও সমস্যার সমাধান হচ্ছে না। আগামী সপ্তাহেই আইওএস ১৪.৩ সংস্করণ উন্মুক্ত করলে সমাধান আসতে পারে।
ফোর্বস অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১৪/২০২০/১১০৩
আরও পড়ুন
আইওএস ১৪ : ব্যাটারির খরচ বাঁচানোর ৩ উপায়