![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তহবিল সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সদস্যরা একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন ‘কল অব ডিউটি : ব্ল্যাক অপস কোল্ড ওয়ার’ গেইমটি নিয়ে।
যুক্তরাষ্ট্রের পক্ষে খেলে আর্মি, নেভি, এয়ার ফোর্স, মেরিন কোর্পস ও স্পেস ফোর্স। যুক্তরাজ্যের হয়ে খেলে ব্রিটিশ আর্মি, রয়্যাল এয়ার ফোর্স ও রয়্যাল নেভি।
৮টি দলে ৪ জন করে সামরিক বাহিনীর সদস্য খেলেন। খেলার আগে পেশাদার গেইমারদের কাছ থেকে তারা প্রশিক্ষণ নেন।
ফাইনাল রাউন্ডে স্পেস ফোর্স হারিয়ে দেয় রয়্যাল এয়ার ফোর্সকে। ইউএস মিলিটারির নতুন একটি বাহিনী হলো স্পেস ফোর্স। ২০১৯ সালে স্বতন্ত্র এই বাহিনী তৈরি করা হয়। ইউএস আর্মি বা নেভির মতো কোনো অফিশিয়াল ইস্পোটর্স টিম নেই তাদের।
অনলাইন টুর্নামেন্টটির আয়োজন করে কল অব ডিউটি এন্ডোমেন্ট (সিওডিই) নামের একটি অলাভজনক সংস্থা। সামরিক বাহিনীর বেকার সদস্যদের জন্য টুর্নামেন্টটির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। আগামী ২০২৪ সাল নাগাদ ১ লাখ মানুষকে চাকরি দেওয়ার জন্য তহবিলটি কাজে লাগানো হবে।
বিবিসি অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১৩/২০২০/১৮৪০
আরও পড়ুন
কল অব ডিউটি : ডেভেলপারদের উভয় সংকট
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি