ম্যাকবুকেও আসছে ফাইভজি

ম্যাকবুক এয়ার। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ম্যাকবুকে ফাইভজি মডেম আনতে কাজ শুরু করেছে অ্যাপল। নিজস্ব সেলুলার মডেম তৈরির তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাপলের হার্ডওয়্যার টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি স্রোজি।

তবে অ্যাপল ভক্তদের কাছে ফাইভজি সেলুলার মডেম পৌঁছাতে অনেক কয়েক মাস সময় লাগবে। ফাইভজি মডেমের কারণে ব্যাটারি খরচ হবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

ফাইভজি মডেম তৈরির কাজ গত কয়েক বছর ধরেই করছে ইন্টেল। তবে মডেম তৈরির প্রজেক্টে তারা সাফল্য পায়নি। কোয়ালকমও প্রথম বার ফাইভজি মডেম নির্মাণের সময় ডিভাইস গরম হয়ে যাওয়া ও ব্যাটারির খরচ নিয়ে সমস্যায় পড়েছিলো।  

Techshohor Youtube

তাই কবে নাগাদ ফাইভজি মডেমসহ অ্যাপল ম্যাকবুক আনতে পারবে তা এখনই বলা যাচ্ছে না। এই প্রকল্প বাস্তবায়নে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

এর আগে প্রতিবারই ইন্টেল নাহয় কোয়ালকমের মডেম ব্যবহার করেছে অ্যাপল। এবার নিজেরাই মডেম উৎপাদন করবে বলে তাদের খরচও কমে আসবে। 

ম্যাকওয়ার্ল্ড অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১৩/২০২০/১৭৫০

আরও পড়ুন 

ফাইভজি মডেম তৈরি করবে অ্যাপল

ইন্টেল আনছে ফাইভজি মডেম

ক্রেতাদের কাছে ফোন নয়, ফাইভজি নেটওয়ার্কই সব

তৃতীয় প্রজন্মের ফাইভজি মডেম আনছে কোয়ালকম

*

*

আরও পড়ুন