Techno Header Top and Before feature image

সাইবারপাঙ্ক ২০৭৭ : ভবিষ্যতের সতর্কবার্তা

সাইবারপাঙ্ক ২০৭৭ গেইমের একটি দৃশ্য। ছবি : বিবিসি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভবিষ্যতে এই পৃথিবী কেমনভাবে চলবে তা দেখার জন্য অনন্তকাল কেউ বেঁচে থাকবে না। তবে কল্পনা ও অনুমানের উপর ভিত্তি করে আগেভাগেই কিছু আভাস দেওয়া সম্ভব।

যেমন ভিডিও গেইম সাইবারপাঙ্কে দেখানো সাইবারযুদ্ধ, বাণিজ্যিক কোম্পানির আধিপত্য সবই এখন বাস্তবতা।

১৯৮৮ সালে বের হয় অরিজিনাল সাইবারপাঙ্ক। গেইমটির কাহিনী লেখেন মাইক পন্ডস্মিথ। তবে সে সময় তিনি ভাবেননি তার ভবিষ্যদ্বাণীগুলো এভাবে মিলে যাবে।

গত সপ্তাহে মুক্তি পায় সাইবারপাঙ্ক ২০৭৭। এই গেইমের কাহিনী নিয়ে মাইক পন্ডস্মিথ বলেন, নাটকীয় কাহিনী থাকায় গেইমটি খেলে মজা পাওয়া যাবে। তবে যা দেখানো  হয়েছে সেটিকে সতর্কবার্তা হিসেবে নিতে হবে। এই ধরণের সমাজ আমরা চাই না।

রোল প্লেইং গেইমটিতে দেখানো হয়েছে সীমাহীন দুর্নীতি, অপরাধ ও বৈষম্য। এমন এক প্রযুক্তির ব্যবহার দেখানো হয়েছে যার মাধ্যমে মানব শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আপগ্রেড হয়। অর্থাৎ কাস্টমাইজড বডি তৈরি করা যায়।

সাইবারপাঙ্ক ২০৭৭ গেইমটি এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিলো। তবে গেইমটিকে আরও উন্নত করতে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় নেয় গেইমটির ডেভেলপার সিডি প্রোজেক্ট রেড।

বিবিসি অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১২/২০২০/১৯৩৮

*

*