Techno Header Top and Before feature image

ডিসেম্বরেই আসছে নোভা ৮ ও ৮ প্রো

নোভা ৮ এসই। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নোভা ৮ সিরিজের নতুন দুটি ফোন আনছে হুয়াওয়ে। ফোন দুটি হলো নোভা ৮ ও নোভা ৮ প্রো। আগামী ২৩ ডিসেম্বর ফোনগুলো উন্মোচন করা হবে। এর আগে গত মাসে নোভা ৮এসই উন্মোচন করেছিলো হুয়াওয়ে।

টুইটার অ্যাকাউন্ট চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ফোনগুলোতে থাকবে কিরিন চিপসেট। ক্যামেরা থাকবে ৪ থেকে ৫টি। ফোন দুটির দাম কেমন হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এছাড়াও, স্মার্টওয়াচ ওয়াচ ফিট আনবে হুয়াওয়ে। এতে থাকবে ১.৬৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, এসপিও সেন্সের, জিপিএস। স্মার্টওয়াচটির ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে টানা ১০ দিন পর্যন্ত।

নোভা ৮ এসই বা ইনজয় ২০ এসই ফোনটি নভেম্বরে বাজারে আসে। সাড়ে ৬ ইঞ্চির ফোনটিতে আছে ৪টি রিয়ার ক্যামেরা। ব্যাটারির শক্তি ৩৮০০ এমএইএইচ। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ফোনটির দাম শুরু হয়েছে ৪৬৯ ডলার থেকে।

জিএসএম এরিনা অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১২/২০২০/১৩০৪

*

*

আরও পড়ুন