Techno Header Top and Before feature image

আল-হারামাইনের পারফিউম ইভ্যালিতে

ছবি : সংগৃহীত
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইভ্যালিতে আল-হারামাইন ব্রান্ডের পারফিউম পাওয়া যাবে।

শুক্রবার ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালি কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ইভ্যালির কমার্সিয়াল শাখার প্রধান সাজ্জাদ আলম এবং আল হারামাইনের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আল-হারামাইনের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে পারফিউম। এছাড়াও ইভ্যালি থেকে গিফট কার্ড ক্রয়ের মাধ্যমে আল-হারামাইনের শোরুম থেকেও সরাসরি পারফিউম কিনতে পারবেন গ্রাহকেরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির কমার্শিয়াল শাখার ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সিনিয়র ব্রান্ড ম্যানেজার আবু তাহের সাদ্দাম, ব্যবসায় উন্নয়ন শাখার ব্যবস্থাপক নাজিয়া বিনতে নাজিম, কি একাউন্ট ম্যানেজার মরিয়ম আক্তর এবং আল-হারামাইন এর সিনিয়র এক্সিকিউটিভ তানজিম আহমেদ ও এক্সিকিউটিভ আরাফাত ইসলাম উপস্থিত ছিলেন।

এজেড/ ডিসেম্বর ১২/২০২০/১১৩২

আরও পড়ুন

প্রযুক্তি বিশ্বে নেতৃত্বের সামর্থ্যের জানান দিয়ে শেষ হলো ডিজিটাল ওয়ার্ল্ড

মাস্টারকার্ডের এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি

স্থগিতাদেশ উঠেছে, স্বাভাবিক লেনদেন করতে পারবে ইভ্যালি

*

*

আরও পড়ুন