![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হ্যাকিংয়ের মাধ্যমে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) থেকে ফাইজার ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে অজ্ঞাত সাইবার অপরাধীরা।
করোনাভাইরাসের দুটি ভ্যাকসিনের অনুমোদন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল ইএমএ। আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল।
করোনার ভ্যাকসিন নিয়ে ফাইজারের সঙ্গে যৌথভাবে কাজ করছে বায়োএনটেক। বায়োএনটেক জানায়, এজেন্সির (ইএমএ) সার্ভারে সংরক্ষিত ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের ‘রেগুলেটরি সাবমিশন’ সংক্রান্ত নথি চুরি হয়েছে। এর বেশি কিছু কোনো পক্ষই খোলাসা করেনি।
এ ঘটনার পর থেকে ভ্যাকসিন নির্মাতা ও জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানকে সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক করা হয়।
ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) মূলত ইউরোপীয় দেশগুলোতে ওষুধ সরবরাহে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে।
সূত্র : ইন্টারনেট, টিআর/ডিসেম্বর ১০/২০২০/১৩৪৬
আরও পড়ুন
উ.কোরিয়া ও রাশিয়ার হ্যাকারদের নজর ভ্যাকসিনে
করোনার ভ্যাকসিন গবেষণার তথ্য হ্যাকের চেষ্টা করেনি রাশিয়া!
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি