![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ১১০ ইঞ্চির মাইক্রোএলইডি টিভি বাজারে আনছে স্যামসাং। ফোরকে রেজুলেশনের টিভিটির দাম কতো তা জানানো হয়নি।
দক্ষিণ কোরিয়ার বাজারে ইতোমধ্যে টিভিটির প্রি-অর্ডার শুরু হয়েছে। বাকি বিশ্বে পাওয়া যাবে ২০২১ সালের প্রথম দিকে।
বিশাল আকারের হলেও এতে কোনো বেজেল রাখা হয়নি। এর স্ক্রিন টু বডি রেশিও ৯৯.৯৯ শতাংশ। টিভির ভিতরেই যুক্ত আছে সাউন্ড সিস্টেম। অতিরিক্ত কোনো স্পিকার নেই এতে। একটি টিভি সর্বোচ্চ ১ লাখ ঘণ্টা বা ১ দশক পর্যন্ত সচল থাকবে।
নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলেই ১১০ ইঞ্চির মাইক্রোএলইডি টিভি তৈরি সম্ভব হয়েছে। পরবর্তীতে বিভিন্ন আকারের মাইক্রোএলইডি টিভি বাজারে আনবে স্যামসাং। তবে শীঘ্রই মাইক্রোএলইডি টিভি সাধারণ মানুষের নাগালে আসবে না।
তবে সাধারণ ক্রেতাদের জন্য আগামী জানুয়ারিতেই কিউএলইডি ফোরকে ও এইটকে রেজুলেশনের ওএলইডি টিভি আনবে স্যামসাং। টিভিগুলো কনজিউমার ইলেক্ট্রনিক শোয়ের অনলাইন আয়োজনে প্রদর্শন করা হবে।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১০/২০২০/১১৫০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি