![]() |
শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বল্পতম সময়ে স্টক শেষ। বিভিন্ন দেশে বিক্রি শুরুর আগেই কয়েক গুণ চাহিদাপত্র। জনপ্রিয়তার দিক থেকেও স্মার্টফোনের তালিকায় ওপরের দিকেই রয়েছে অ্যাপলের আইফোন। তবুও নতুন আইফোন ফাইভ এস নিয়ে তিক্ত মন্তব্যে সরগরম হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সাইট ও ফোরামগুলো। কম ব্যাটারি লাইফ, কম টকটাইম, ব্লু স্ক্রিনসহ বিভিন্ন অভিযোগের তীর এখন এ টেক জায়ান্ট কোম্পানির দিকে।
এমন সময়ই বিস্ময় জাগানো তথ্য জানিয়ে দিল কনজ্যুমার রিভিউ ব্লগ ‘হুইচ?’। তারা জানিয়েছে, টক টাইম ও ব্যাটারি লাইফের দিকে বাজারের সেরা ডিভাইস তো নয়ই, সেরা পাঁচটির মধ্যেও আইফোন নেই।
সাইটটির চালানো এক জরিপে দেখা যায়, স্যামসাং গ্যালাক্সি এস ফোর, এইচটিসি ওয়ান, এস ফোর মিনির চেয়ে আইফোনের টকটাইম অনেক কম। এস ফোরের টকটাইম যেখানে ১০৫১ মিনিট, নতুন আইফোনের সেখানে ৬৫১ মিনিট। ব্যাটারি লাইফে এর অবস্থান আরও নিচে। এস ফোর এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে, যার ব্যাটারি লাইফ ৪০৫ মিনিট। এরপর আছে ব্ল্যাকবেরি জেড টেন (২৯৮ মিনিট) ও লুমিয়া ১০২০ (২৫২ মিনিট)। আইফোন ফাইভ এস ও ফাইভ সি সাত নম্বরে।
এ ছাড়া নতুন আইফোন বের হওয়ার পর হার্ডওয়্যার রিভিউ সাইট আনন্দটেক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানায়, ওয়াইফাই ওয়েব ব্রাউজিংয়ের দিক দিয়ে এটি বেশিরভাগ শীর্ষ ফোন থেকে পিছিয়ে। এমনকি গত বছরের আইফোন ফাইভ থেকেও। টকটাইমের দিক দিয়ে আনন্দটেক ফাইভ এসকে ৯ নম্বরে স্থান দিয়েছিল। আর এসব টেস্টেই সেরার অবস্থান ধরে রেখেছিল গ্যালাক্সি এস ফোর।
যদিও সম্প্রতি স্লিম ডিভাইসের প্রতি ব্যবহারকারীদের বাড়তি আকর্ষণ লক্ষ্য করা গেছে; কিন্তু তারা এও বলছেন যে পাতলা ফোন পাওয়ার জন্য ব্যাটারি লাইফ বিসর্জন দিতে রাজি নন মোটেও। তাই স্বাভাবিকভাবেই সেই ফোনটি তাদের কাছে বেশি গুরুত্ব পাবে, যেটি একই সঙ্গে স্লিম ও ভালো ব্যাটারি লাইফের। ফলে তাদের জন্য সেরা অপশন গ্যালাক্সি এস ফোর। কারণ এটি প্রায় আইফোনের মতো পাতলা হলেও এর ব্যাটারি ২৬০০ এমএএইচ, যেখানে নতুন দুই আইফোনের মাত্র ১৫০০ এমএএইচ।
– ইয়াহু নিউজ প্রতিবেদন থেকে