![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল অনলাইন স্টোর থেকে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চীন (সিএসি) ১০৫ অ্যাপ সরিয়ে ফেলেছে। অ্যাপ স্টোর থেকে অ্যাপ সরানোর অভিযান শুরু হয় ৫ নভেম্বর।
পর্নোগ্রাফি, সহিংসতা, অবৈধ সেবা দেওয়া ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে অ্যাপগুলো ব্লক করা হয়। বেশির ভাগ অ্যাপই চীনের তবে যুক্তরাষ্ট্রের অ্যাপ ট্রিপ অ্যাডভাইজারের নামও তালিকায় আছে। ট্রিপ অ্যাডভাইজার কেনো সরানো হয়েছে তার ব্যাখ্যা দেয়নি সিএসি।
ট্রিপ অ্যাডভাইজারে হোটেল বুকিং, রুম ভাড়া যাচাই, রিভিউ দেখা ও ভ্রমণ বিষয়ক পরামর্শ নেওয়ার সুযোগ পান ব্যবহারকারীরা।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। টিকটক ব্যান করার পাল্টা জবাব হিসেবে ট্রিপ অ্যাডভাইজার সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সার্চ ইঞ্জিন গুগল, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটার অনেক আগে থেকেই চীনে নিষিদ্ধ।
আরও পড়ুন –
চীনের চাপে সাড়ে চার হাজার গেইম সরিয়েছে অ্যাপল
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি