![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রিনিচ মান সময় সকাল ৬ টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩১ মিনিট) দেওয়া হলো করোনার প্রথম টিকা। আর টিকাটি পেলেন যুক্তরাজ্যের (নর্দান আয়ারল্যান্ড) নাগরিক মার্গারেট কিনান।
আগামী সপ্তাহেই ৯১তম জন্মদিন তার। তাইতো টিকা পাওয়ার অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘জন্মদিনের আগেই সেরা উপহার’! টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। একইসঙ্গে ফাইজার ও বায়োএনটেকের তৈরি এই টিকাটিও হয়ে গেল ইতিহাসের অংশ।
এদিকে, বিশ্বের প্রথম দেশ হিসেবে আজ করোনার টিকা দেওয়া শুরু করলো যুক্তরাজ্য। ৮০ বছরের বেশি বয়স্করা এবং স্বাস্থ্যকর্মীরা প্রথমে এই টিকা পাবেন। যুক্তরাজ্যের ইতিহাসে এতো বড় পরিসরে টিকা প্রদানের কর্মসূচি এটাই প্রথম।
প্রথম ডোজ দেওয়ার ১২ তম দিন থেকে কাজ শুরু করবে টিকাটি। ২১তম দিনে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ২৮তম দিনে পূর্ণ কার্যকর হবে টিকাটি।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৮ লাখ ডোজ সরবরাহ করবে ফাইজার ও বায়োএনটেক। চলতি মাসের শেষ নাগাদ ৪০ লাখ মানুষ টিকা নিতে পারবেন।
বিবিসি অবলম্বনে/ডিসেম্বর ০৮/২০২০/১৫১৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি