![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পারমাণবিক শক্তি সম্পন্ন কৃত্রিম সূর্য বানিয়েছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে স্থাপিত এইচএল-টুএম নামের এই পারমাণবিক ক্ষেত্রটি মূলত একটি ফিউশন চুল্লি। উচ্চ তাপ ক্ষমতা থাকায় এই চুল্লিটিকে ‘কৃত্রিম সূর্য’ বলা হচ্ছে।
এটি চিনের সবচেয়ে বড় ও অত্যাধুনিক পারমাণবিক ফিউশন গবেষণা ক্ষেত্র। এই চুল্লিতে ১৫০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করা যাবে, যা বিশেষ অংশে সূর্যের উত্তাপের চেয়ে ১০ গুণ বেশি।
চীনে বিদ্যুতের চাহিদার পাশাপাশি জ্বালানি ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরিচ্ছন্ন ও শক্তিশালী উৎস উন্মুক্ত করা সম্ভব হবে।
২০০৬ সাল থেকে এর চেয়ে ছোট পর্যায়ের পারমাণবিক চুল্লি নিয়ে কাজ চালিয়ে আসছিল চীন। বড় রকমের পারমাণবিক ফিউশন চুল্লি চালুর ঘটনা এটাই প্রথম। পারমাণবিক গবেষণার কাজে এর সাফল্যকে বড় অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছে। এ প্রকল্পে খরচ হয়েছে আনুমানিক ২২৫০ কোটি মার্কিন ডলার।
সূত্র : ইন্টারনেট, টিআর/ডিসেম্বর ৬/২০২০/২০৩০
আরও পড়ুন
চীন: নজরদারীর মহাযজ্ঞে কেউই ক্যামেরার আড়ালে নেই
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি