Techno Header Top and Before feature image

হারমোনিওএস ২.০ বেটা উন্মোচন ১৬ ডিসেম্বর

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ১৬ ডিসেম্বর হারমোনিওএস ২.০ বেটা ডেভেলপার কনফারেন্সের আয়োজন করেছে হুয়াওয়ে।

ইভেন্টে হারমোনিওএসের অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক সম্পর্কে ডেভেলপারদেরকে বিস্তারিত ধারণা দেওয়া হবে। ইভেন্টে ডেভেলপাররা একে অপরের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারবেন। এছাড়াও, অপারেটিং সিস্টেমটির প্রধান প্রধান ফিচার সম্পর্কে তারা বিস্তারিত জানাবেন।

হুয়াওয়ে ও অনার ব্র্যান্ডের যেসব ফোনে কিরিন ৯০০০, কিরিন ৯৯০ ফাইভজি, কিরিন ৯৯০, কিরিন ৯৮৫, কিরিন ৯৮০, কিরিন ৮১০ ও কিরিন ৭১০ প্রসেসর আছে সেগুলো আগে হারমোনিওএস পাবে। এছাড়াও, ইএমইউআই ১১ চালিত ফোনগুলো হারমোনিওএস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে।

হারমোনিওস চীনে হংমেং সিস্টেম নামে পরিচিত। হারমনি ওএস শুধু মোবাইলের জন্যই নির্মাণ করছে না হুয়াওয়ে। প্রায় সব ধরনের আইওটি ডিভাইসকে মাথায় রেখে এ অপারেটিং সিস্টেম নির্মাণ করা হচ্ছে, যাতে সব ডিভাইস একে অপারের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। স্মার্টফোন ছাড়াও, কম্পিউটার, টিভি, স্মার্টওয়াচ ও কার ইন্টারফেসসহ অন্যান্য ডিভাইসে হারমনি ওএস ব্যবহার করবে হুয়াওয়ে।

গিজমোচায়না অবলম্বনে এজেড/ ডিসেম্বর ০৬/২০২০/১৩১৬

*

*

আরও পড়ুন